আপডেট : ০২ June ২০১৯
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘোষণা দেয়া হয়। ঘোষণায় বলা হয়, আবহাওয়া খারাপ হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া ঠিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে। দুর্ঘটনা এড়াতেই ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে দুই পাড়ে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১