বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০১৯

ঈদে ফিডব্যাকের ‘রমজানের ঐ রোজার শেষে’


ঈদ উৎসবের সেরা গানটি হলো ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার পরেই টেলিভিশন ও রেডিওতে বাজতে শুরু করে কাজী নজরুল ইসলামের লেখা তুমুল শ্রোতাপ্রিয় এ গানটি। এবারের গানটির নতুন সংগীতায়োজন করেছেন ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু।

প্রতিবারের মতো এবারো নতুন আয়োজনে ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটির নির্মাণ ও তত্ত্বাবধানে ছিলেন অনন্যা রুমা। গেল মাসেই চ্যানেল আইয়ে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয় বলে জানান তিনি। গানটি প্রসঙ্গে অনন্যা রুমা বলেন, ‘রমজানের ঈদের ঘোষণা এলেই এই গানের কথা সুর আমাদের মনকে অন্যরকম আনন্দ দেয়, উদ্বেলিত করে তোলে। এই গানের শাশ্বত একটা আবেদন আমাদের মধ্যে তৈরি হয়ে আছে। সেই দিকটি বিবেচনা করেই প্রতি বছর আমরা চেষ্টা করি, বাংলার শ্রোতা-দর্শকদের একটু নতুন আয়োজনে গানটি পরিবেশনের।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১