বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০১৯

বেনাপোলে আন্তর্জাতিক মুদ্রাপাচারকারী সাত সদস্য আটক


যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে ২লাখ ৫৩ হাজার ৪০০ মার্কিন ডলার, ৭০ হাজার পাউন্ড, ৫ হাজার ৯০ রুপিসহ আন্তর্জাতিক মুদ্রাপাচারকারী সাত সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

আটক পাচারকারীরা হলো- শরিয়তপুর জেলার ইউছুফ আলীর ছেলে বিল্লাল হোসেন (২৮), সেকেন্দার আলীর ছেলে আব্দুস সালাম (৩০), আবুল কাশেমের ছেলে ইকবাল সরদার (২৭), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (২২), মৃত সিরাজদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবির হোসেন (৩৩) ও ইউসুফ মেলকারের ছেলে সাইফুল ইসলাম (৩৪)।

বিজিবি জানায়, বেনাপোলে ডলার পাচারের এটিই সর্ববৃহত চালান। আটক ব্যক্তিদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি ভারতে থেকে বৃহৎ একটি ডলারের চালান বেনাপোল থেকে পাচার হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদে বিজিবির একটি দল সাউথ লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে ওইসব বিদেশি মুদ্রা জব্দ এবং সাত পাচারকারীকে আটক করে।

তিনি বলেন, মুদ্রাপাচারকারী দলের সদস্য সবাই পাসপোর্ট যাত্রী ছিল। তারা এর আগে ৩০ বার পাসপোর্টযোগে ভারতে গিয়েছিল।

আটক হুন্ডিপাচারকারীদের বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা হয়েছে। মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের কাছে থাকা ক্রেডিট কার্ডও উদ্ধার করা হয়েছে জানান এই বিজিবি কর্মকর্তা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১