বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০১৯

ওসির চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) এর চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, চুরির অভিযোগে আটক আঃ বারেক ছবি : বাংলাদেশের খবর


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ওসির চুরি যাওয়া মোটরসাইকেল দশ দিন পর উদ্ধার করছে পুলিশ।

গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে হারিয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। বারেকের নামে আরো ৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারী হাট গ্রামের প্রাক্তন মেম্বার হবিবর রহমানের ছেলে রেজাউল হাসান ওরফে আব্দুল বারেক (৩০) কে আটক করে পুুলিশ। বারেকের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুরের মর্ডাণ এলাকার ইসমাইল হোসেনের বাড়ি থেকে ২৯ মে বুধবার রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে। গত ১৯ মে দুপুরে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলামের কলেজ রোডস্থ ভাড়া বাসার সামনে থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি হারিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি ইমতয়িাজ কবির জানান, বারেক আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। সে মোটরসাইকেলটি চুরি করে নাগেশ্বরী উপজেলার কুটি পয়ড়াডাঙ্গা হাই স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের নিকট জমা দেয়। রফিকুল চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। রফিকুল মোটরসাইকেলটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসমাইল হোসেনের নিকট বিক্রি করে। ইসমাইল বিআরটিএর কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে রেজিঃ নম্বর সংগ্রহ করে। টেম্পারিংয়ের মাধ্যমে গাড়ির বডি নম্বর পরিবর্তন করে নতুন নম্বর ব্যবহার করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১