আপডেট : ৩০ May ২০১৯
নওগাঁর ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী এলাকা থেকে রুবেল হোসেন শাহ্ (২৭) এবং মিলন হোসেন শাহ্ (৩৬)। নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোররাতে তাদেরকে আটক করা হয়। আটক রুবেল হোসেন শাহ্ এবং মিলন হোসেন শাহ্ উভয়েই জেলার ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের মৃত নিয়ামত শাহের ছেলে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, (৩০ মে) বৃহস্পতিবার ভোররাতে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের মৃত নিয়ামত শাহের ছেলে রুবেল হোসেন শাহ্ এবং মিলন হোসেন শাহকে ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা, ৮২ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট এবং ০৩ টি সীম কার্ড সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১