আপডেট : ৩০ May ২০১৯
চাহিদার অতিরিক্ত চাল আমদানি ও তার বড় অংশ মজুদ থাকা এবং এবার অতিরিক্ত উৎপাদনের কারণেই ধানের দাম অস্বাভাবিকভাবে কমেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ধানের স্বল্পমূল্যের বিষয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, চাহিদার অতিরিক্ত চাল আমদানি ও তার বড় অংশ মজুদ থাকা এবং এবার অতিরিক্ত উৎপাদনের কারণেই ধানের দাম অস্বাভাবিকভাবে কমেছে। ভবিষ্যতে ধানের ক্রয়মূল্য আগেই নির্ধারণ ও চাষিদের তালিকা করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে। এছাড়া গুদামে ধারণ ক্ষমতা বাড়ানো হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরো বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিমুক্ত রেখে ১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানি করবে সরকার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১