বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০১৯

সমাজসেবায় নিপুণ


জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ দীর্ঘ ক্যারিয়ারে জুটি বেঁধেছেন নায়ক মান্না, রিয়াজ, শাকিব খানসহ আরো অনেকের বিপরীতে। অভিনয়ের বাইরে একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত তিনি। অভিনয়ে অনিয়মিত এই চিত্রনায়িকা এখন ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ’ নিয়ে। ব্যস্ত তিনি রাজনীতিতেও। সুনিপুণ হাতে সামাল দেন সংসারও। এত কিছু করেও নীরবে নিভৃতে তিনি পালন করে চলেছেন আরো একটি চমৎকার দায়িত্ব। সেকথা অজানা অনেকের, জানেন না তার ভক্ত-অনুরাগীরাও।

জানা গেল, এই অভিনেত্রী ১০ বছর ধরে কুমিল্লায় নিজেদের গ্রামের বাড়িতে একটি এতিমখানা পরিচালনা করে আসছেন। এই এতিমখানাটি গড়ে তুলেছিলেন নিপুণের বাবা। তার মৃত্যুর পর নায়িকা নিজের হাতে তুলে নিয়েছেন এর পরিচালনার ভার।

এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আব্বু গ্রামের বাড়িতে ছোট করে একটি এতিমখানা আর মাদরাসা চালু করেছিলেন। আব্বুর মৃত্যুর পর ১০ বছর আমি দেখাশোনা করে আসছি সেগুলো। সবসময় তো আর সময় করে যেতে পারি না। তবে রোজার একদিন বাড়ি যাই। এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাই। ভালো লাগে। এটা নিজের মনকে তৃপ্তি দেওয়া। অন্যরকম প্রশান্তি দেয়। খুব ছোট করে আব্বু শুরু করেছিলেন। আজ অনেক ভালো একটা অবস্থানে আমি এটাকে নিয়ে গেছি।’

শুধু তা-ই নয়, নিপুণকে দেখা যায় নানা ধরনের সামাজিক কার্যক্রমেও। তিনি সহায়তা করেন এলাকার দুস্থ মানুষদেরও। নিপুণ বলেন, ‘প্রতি রোজাতেই গ্রামে গিয়ে ১২শ শাড়ি ও লুঙ্গি বিতরণ করি। গ্রামের মেম্বার-চেয়ারম্যানরাও উৎসাহ নিয়ে আমাকে সাহায্য করেন এই কাজে।’

এ বছরও এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে বস্ত্র ও অর্থ বিতরণ করবেন বলে জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ।

তিনি আরো বলেন, ‘আমার খুব ভালো লাগে মানুষের জন্য কিছু করতে পারলে। অন্যকেও যখন দেখি ভালো কিছু করছেন সেটাও উপভোগ করি। আমাদের শোবিজে অনেকেই আছেন যারা গোপনে বা প্রকাশ্যে মানুষের পাশে দাঁড়ান, অসহায়কে ভালোবাসা দেন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১