আপডেট : ৩০ May ২০১৯
আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য জনপ্রিয় নাট্যাভিনেতা ও নাট্যনির্দেশক মীর সাব্বির নির্মাণ করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মতলব’। এবারের ঈদের জন্য মীর সাব্বির এই একটি নাটকই নির্মাণ করেছেন। কারণ হিসেবে এর ব্যাখা দিয়েছেন তিনি এভাবেই যে, একটি নাটকই যদি মনোযোগ দিয়ে নির্মাণ করা যায়, তাহলে সেটিই দর্শক দেখবেন। নিজেকে প্রমাণ করার জন্য অনেক বেশি বেশি নাটক নির্মাণের কোনো প্রয়োজন নেই। এর আগে মীর সাব্বিরের নির্দেশনায় ফারজানা চুমকি খণ্ড নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথম তারা দুজন একসঙ্গে কোনো ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। এরই মধ্যে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটিতে মীর সাব্বির অভিনয় করেছেন মতলব চরিত্রে। তার বিপরীতে ববিতা চরিত্রে ফারজানা চুমকি, সিনথিয়া চরিত্রে অহনা এবং ঊর্মি চরিত্রে ঊর্মিলা শ্রাবন্তী কর অভিনয় করেছেন। এ ছাড়া এই ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্যসহ আরো অনেকে। নাটকটি রচনা করেছেন মীর সাব্বির নিজেই। নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘শহরের প্রতিটি মানুষের মনের গহিনে যে মায়া আছে, তা-ই তুলে ধরা হয়েছে এ নাটকে।’ নাটকটি নির্মাণ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমি আমার নিজের পর্যবেক্ষণ থেকে এই নাটকটি রচনা করেছি। ঈদে অসংখ্য কমেডি নাটকের ভিড়ে এই নাটকটি যদি দর্শক একবার বসে দেখা শুরু করেন, তাহলে আমার বিশ্বাস এ নাটকের প্রতি দর্শকের মায়া জন্ম নেবে এবং দর্শক নাটকটি আগ্রহ নিয়েই দেখবেন। নাটকটিতে যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন।’ ফারজানা চুমকি বলেন, ‘সাব্বিরের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তবে এবারের কাজটি একেবারেই অন্যরকম ছিল। সাব্বির নির্দেশনার সময় খুব ভেবেচিন্তে কাজ করে। কাজের প্রতি তার এই একাগ্রতা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। শুধু একটি বিশেষ শ্রেণির জন্য নয়, সব শ্রেণির দর্শকের কথা ভাবনায় রেখে, সমাজের মানুষের কথা মাথায় রেখে সাব্বির তার মেধাকে কাজে লাগিয়ে মতলব নাটকটি নির্মাণ করেছে। এ নাটকটি সমসাময়িক অনেক নাটকের ভিড়ে একেবারেই ভিন্ন ধরনের একটি নাটক। তাই দর্শক যেন নাটকটি সময় নিয়ে দেখেন, এটাই বিশেষ অনুরোধ।’ আগামী ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচার হবে। শিগগির মীর সাব্বির শুরু করতে যাচ্ছেন তার প্রথম চলচ্চিত্র ‘রাতজাগা ফুলে’র কাজ। সরকারি অনুদানে তিনি সিনেমাটি নির্মাণ করবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১