বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০১৯

নিখোঁজের পাঁচদিন পর যুবকের মরদেহ উদ্ধার


নিখোঁজের পাঁচদিন পর নাটোরের লালপুর থেকে নাজমুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বড়াল রেলওয়ে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল হোসেন বাগাতিপাড়া উপজেলার ঠেঙ্গামারা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ৫ দিন আগে নাজমুল হোসেন বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে লালপুররের বড়াল সেতুর নিচে একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের সীমানা হওয়ায় জিআরপি পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে জিআরপি পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কা লেগে সে ব্রিজ থেকে পড়ে মারা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১