বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০১৯

লালপুরে চালককে গুলি করে অটোভ্যান ছিনতাই


নাটোরের লালপুরে প্রকাশে দিবালোকে হারুন (৩৬) নামের এক চালককে গুলি করে ব্যাটারি চালিত অটোভ্যান  ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।  মঙ্গলবার বিকেলে উপজেলার  আঙ্গারিপাড়া নামক স্থানে এই ঘটনা  ঘটে।

গুলিবিদ্ধ অটোভ্যান চালক হারুন উপজেলার কুজিপুকুর গ্রামের নূর হোসেনর পুত্র। আহত অবস্থায় হারুনকে প্রথমে লালপুর উপজেলা হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে হারুন যাত্রী নিয়ে ফরিদপুর-আঙ্গারীপাড়া সড়কের মাঝামাঝি ফাকা যায়গায় পৌছালে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন অটোভ্যান চালক হারুনকে লালপুর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা মৌখিকভাবে শুনেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১