বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০১৯

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৪ বনদস্যু নিহত

সুন্দরবন সংগৃহীত ছবি


সুন্দরবনে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' হাসান বাহিনীর প্রধানসহ চার বনদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপাই রেঞ্জের জংড়া খালে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে অন্য বনদস্যুদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।

তিনি বলেন, মঙ্গলবার রাতে সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব টহলের সময় জলদস্যু বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। ঘণ্টাব্যাপী 'বন্দুকযুদ্ধের' একপর্যায়ে দস্যুরা পিছু হটে গভীর বনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪ বনদস্যুর লাশ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে র‌্যাব সদস্যরা। স্থানীয়রা কুখ্যাত বনদস্যু হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর বলে শনাক্ত করে।

নিহতদের লাশ এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১