আপডেট : ২৮ May ২০১৯
আন্তঃবিভাগীয় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রাম থেকে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর গ্রামের মখলিছ আলীর পুত্র মাসুক মিয়া (২৭) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার সিকারপুর গ্রামে আবদুন নূরের পুত্র আমিনুল ইসলাম ওরফে জবরুল (৩০)। আটকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুই ডাকাত সদস্যকে গ্রেফতাররের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১