আপডেট : ২৮ May ২০১৯
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌরাস্তার আব্বাসের পেট্রোলের দোকান থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮.৩০ মিনিটে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌরাস্তার আব্বাসের পেট্রোলের দোকান থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন: কোহিনূর ইসলাম (৪২) ও আব্বাস আলী (৩৬)। পরে আব্বাস কে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার কাঠুরী গ্রামের মৃত বদর আলীর ছেলে আব্বাস ও বেকড়া গ্রামের মৃত হাকিম উল্লাহর ছেলে কোহিনূর। প্রাথমিক ভাবে গ্রেফতার ও জিজ্ঞেসাবাদের পর বেকড়া বিশ্বেশ্বর উচ্চবিদ্যালয়ের শিক্ষক কোহিনূর কে ছেড়ে দিয়ে পেট্রোল ব্যাবসায়ী আব্বাসের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরন করে নাগরপুর থানা পুলিশ। এ বিষয়ে আব্বাসের ৫ম শ্রেনীতে পড়ূয়া ছেলে মিরাজুল বলে, আমি গতকাল দোকানে ছিলাম আব্বা দোকানে আসার পরই পুলিশ এসে ওনাকে ও কাষ্টমার কোহিনূর মাষ্টারকে তল্লাশী করে কিছু না পেলে, দাড়গার পকেটে থাকা কাগজে মোরানো দুটি ট্যাবলেট ফেলে দিয়ে বলে এইজে পাইছি। তখন ওনারা আব্বাকে হেন্ডকাপ পরালে, আমি আম্মাকে খবর দিয়ে এসে শুনি তেলের ড্রামের নিচে থেকেও আরও ১৮ পিছ লাল রঙ্গের ট্যাবলেট পেয়েছে অথচ ঐ ড্রাম ৩ মাস যাবৎ সরানো হয়না। ঐ ঘটনায়র সময় পুলিশ সদস্যরা আমাকে ও আব্বাকে লাত্থি মারে। এই মামালার বাদী এসআই আশোক ভূষন সাহা জানান, আব্বাস কে ফাল্গুনী সিনেমা হলের সামনের পাকা রাস্তার কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। ওসি স্যার এ বিষটি আবগত আছেন বিধাই তার বিরুদ্ধে আইনগত ব্যাস্থা নিয়ে ২৮.০৫.২০১৯ ইং তারিখে ১০ নং ক্রমিকের ৩৬ এর (১) ও ১০ এর (ক) ধারায় আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি মিটিং এ আছি এই বিষয়ে পরে কথা বলবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১