আপডেট : ২৮ May ২০১৯
হাকালুকি হাওরে নৌকাডুবির ৩দিন পর উদ্ধার করা হয় নিখোঁজ আব্দুল হাশিম (৬৫) লাশ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ভোর ৪টায় ঐ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানা যায়, হাকালুকি হাওরের পানিতে নৌকা যোগে প্রতিদিন রাতে হাওর তীরবর্তী বাসিন্দারা বিভিন্ন সামগ্রী দিয়ে মাছ ধরেন। রোববার রাতেও সেভাবে মাছ ধরতে গেলে রাত একটায় প্রচন্ড ঝড় শুরু হয়। ঘন্টাখানিক সময় বহমান ঝড়ে ২-৩টি নৌকা পানিতে ডুবে যায়। এতে ৪ জন লোক নিখোঁজ হন। ঝড় মেষ হওয়ার পর অন্যান্য নৌকার লোকজন ছুটে এসে স্থানীয় সোনাপুর গ্রামের সাত্তার মিয়াসহ দুইজনকে জীবিত উদ্ধার করলেও সাত্তার মিয়ার পুত্র শরীফ মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়। তবে বেলাগাঁও গ্রামের মৃত মনসুর আলীর পুত্র আব্দুল হাশিম (৬৫) নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে পুলিশ, ফায়ারসার্ভিস ও আত্মীয়-স্বজনরা নিখোঁজ আব্দুল হাশিমকে হাকালুকি হাওওে অনুসন্ধান করতে থাকলে ২৮ মে মঙ্গলবার ভোর ৪ টায় দিকে হাশিমের আত্মীয়-স্বজনরা লাশ উদ্ধার করে। জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিখোঁজ হাশিম এর লাশ পাওয়া গেছে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১