বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৯

চিলমারী থেকে আন্তঃনগর ট্রেন চলাচলে পরিদর্শন

বিভাগীয় কর্মকর্তা রমনা রেলস্টেশন পরিদর্শন করেন ছবি : বাংলাদেশের খবর


প্রধানমন্ত্রী শেখ হাসিনাগত ২৫ মে পঞ্চগড় এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনকালে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চলাচলের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাগণ সরেজমিন রমনা রেল স্টেশন পরিদর্শন করে আন্তঃনগর ট্রেন চলাচলের সম্ভাব্যতা পরিমাপ করেন।

কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের ঢাকা যাতায়াতের সুবিধার্থে চিলমারীর রমনা বাজার থেকে আন্তনগর ট্রেন সার্ভিস চালু করা প্রয়োজন। চিলমারীবাসী দীর্ঘদিন থেকে রমনা বাজার রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চলাচলের জোরদাবী জানিয়ে আসছে। 

কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, চিলমারী রমনা বাজার যেহেতু শেষ স্টেশন, সুতরাং এখান থেকে আন্তনগর ট্রেন সার্ভিস চালু করা হলে ট্রেনের রক্ষণাবেক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতাসহ প্রতিটি স্টেশন থেকে যাত্রী সাধারণের ট্রেনে যাতায়াত সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট এর বিভাগীয় কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, ডিটিএস শওকত জামিল মহশী, বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, বৈদ্যুতিক প্রকৌশলী হাবিবুর রহমান, ভু-সম্পত্তি কর্মকর্তা রেজওয়ানুল হক ও প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১