আপডেট : ২৮ May ২০১৯
সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, বেলকুচি উপজেলার কল্যাণপুর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জাকারিয়া মোল্লা ওরফে জাক্কু (৪০) ও কান্দাপাড়া এলাকার মৃত জুয়েল রানা’র ছেলে রাশেদুল ইসলাম সেতু (২৫)। ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসী জাক্কু ও সেতুকে আটক এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জাক্কু’র বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও বিস্ফোরক আইনে ৭টি এবং সেতু’র বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় আরো একটি মামলা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১