আপডেট : ২৮ May ২০১৯
ঈদ উপলক্ষে অপো এফ১১ স্মার্টফোনে মূল্যছাড় অফার ঘোষণা করেছে অপো। ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ডিভাইসটি এখন ২৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে। ৬ দশমিক ৫ ইঞ্চি প্যানারমিক ডিসপ্লে এবং ৯০.৯ শতাংশ বডি-টু-স্ক্রিন রেশিওর ডিভাইসটির ক্ষুদ্র নচে সেলফি ক্যামেরা স্থাপন করায় ফুল এইচডি প্লাস ভিডিও দেখায় মিলবে নতুন অভিজ্ঞতা। ডিভাইসটির ডিসপ্লে তুলনামূলক বড় হলেও সহজে এক হাতে ধরে ব্যবহার করা যাবে। মাঝারি দামের এ ফোনে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। অপোর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা সফটওয়্যারের কল্যাণে সব পিক্সেলের সমন্বয়ে ওয়াইড ডায়নামিক রেঞ্জের ছবি ধারণ করা সম্ভব হবে। ডিভাইসটির মূল্যছাড় বিষয়ে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, ঈদ-উল ফিতর বাংলাদেশের সর্ববৃহৎ উৎসব। প্রিয়জনদের হাতে পছন্দের উপহার তুলে দেয়ার দারুণ একটি উপলক্ষ এটি। বাজেটের মধ্যে সবাই যাতে প্রিয়জনের হাতে পছন্দের প্রযুক্তি উপহার দিতে পারে, সেজন্য অপো এফ১১ স্মার্টফোনের দাম কমানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১