বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৯

২০ বছর পর একসঙ্গে


২০ বছর আগে শিবলী সাদিক পরিচালিত ত্যাগ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন চিত্রাভিনেত্রী চম্পা ও অরুণা বিশ্বাস। সেই ছবিতে ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিলেন যমজ চরিত্রে। তিনি তাদের দুজনের দুই নায়ক ছিলেন। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি কোনো ছবিতে। দীর্ঘ সময় পর একসঙ্গে কাজ করছেন তারা দুজন। তবে এবার তাদের দেখা যাবে নায়ক ও নায়িকার মায়ের চরিত্রে।

ছবির নাম ‘শান’। সেখানে ছবির নায়ক সিয়ামের মা হিসেবে দেখা যাবে চম্পাকে আর নায়িকা পূজার মায়ের চরিত্রটি করছেন অরুণা বিশ্বাস। গত রোববার ঢাকায় শুটিং শুরু হয়েছে ছবিটির।

চম্পা বলেন, ‘অনেক দিন পর আমরা দুজন আবার একসঙ্গে কাজ করছি। বেশ ভালো লাগছে। এত দিন একসঙ্গে কাজ না করলেও মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দুজনের দেখা হতো। আমরা একসঙ্গে করা আগের সিনেমাগুলোর গল্প করি। সেই সময়কার শুটিংয়ের মুহূর্তগুলোতে ফিরে যাই। ভালো কাজের গল্প করি, ভুলগুলো নিয়ে গল্প করি। এই ছবির শুটিংয়ে আমাদের বেশ ভালো সময় কাটছে।’

শান ছবির গল্প লিখেছেন আজাদ খান। পরিচালনায় এম রাহিম। ছবিতে আরো তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম, পূজা চেরি ও তাসকিন রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১