আপডেট : ২৭ May ২০১৯
নবাবগঞ্জ উপজেলার মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের কাব স্কাউট ফাহিম মাহমুদ স্কাউটসের কাব শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। যা ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রথম। গত রবিবার বাংলাদেশ স্কাউটস ২০১৮ সালের শাপলা কাব অ্যাওয়ার্ডের তালিকা প্রকাশ করেন। এতে সারা বাংলাদেশের ৪৭৬ জনের মধ্যে ফাহিম মাহমুদের নাম ১০নং সিরিয়ালে রয়েছে। ঈদের পর নির্দিষ্ট একটি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডটি প্রদান করবেন। শাপলা কাব অ্যাওয়ার্ড স্কাউটিং এর কাব শাখার সর্বোচ্চ পদক। ফাহিম উপজেলা, জেলা, অঞ্চল, জাতীয় পর্যায়ে-লিখিত, ব্যবহারিক ও সাক্ষাৎকারের মাধ্যমে এই অ্যাওয়ার্ড অর্জন করেন। তার এ অর্জন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রথম। ফাহিম মাহমুদ জানায়, সে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সদস্য। বর্তমানে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে অধ্যায়নরত। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। সে নিজেকে একজন আদর্শ সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তার এ অর্জনের ক্ষেত্রে তার বাবা-মায়ের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান গ্রুপের সম্পাদক রাজু ইসলামের। গ্রুপটির কাব স্কাউট লিডার তার বড় ভাই মো. ফয়সালও অগ্রণী ভূমিকা পালন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১