বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০১৯

ইসলামপুরের সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত


জামালপুরের ইসলামপুর উপজেলায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রকৌশলী হারুন অর রশিদ ইসলামপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর শহরের নয়াপাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. হারুন অর রশিদ  সন্ধ্যায় তার কর্মস্থল ইসলামপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে মোটরসাইকেল দিয়ে জামালপুর শহরে নয়াপাড়ার বাসায় ফিরছিলেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ইসলামপুর সড়কের মেলান্দহের বুরুঙ্গা এলাকায় তিনযাত্রীবহনকারী দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হারুন অর রশিদ গুরুতর আহত হন। সংঘর্ষে অন্য মোটরসাইকেলের থাকা তিন যুবকও গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল্লাহ (২০), জামাল উদ্দিনের ছেলে সৌরভ (১৮) এবং মো. মঞ্জুর ছেলে হৃদয় (১৯)।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান , দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১