বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০১৯

উবারে নিবন্ধিত হতে সহায়তা করবে গ্রামীণফোন


গ্রামীণফোন গ্রাহকরা ফার্মগেটে অবস্থিত গ্রামীণফোন সেন্টার থেকে তাদের বাহন (গাড়ি ও মোটরসাইকেল) উবার সেবায় নিবন্ধন করাতে পারবেন। পাশাপাশি যেসব গ্রামীণফোন গ্রাহক ইতোমধ্যেই তাদের বাহন উবার সেবায় নিবন্ধন করিয়েছেন, তারা এ জিপিসি থেকে সেবা সংক্রান্ত সহায়তা পাবেন।

এ বিষয়ে উবার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সম্প্রতি এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গ্রামীণফোন।

চুক্তির আওতায় গ্রামীণফোন সংযোগ ব্যবহারকারী উবার চালকদের জন্য থাকছে বিশেষ দামে জিপি স্টার্টার কিট। এ স্টার্টার কিটের মধ্যে রয়েছে ১৫ জিবি ডাটা প্যাক (৬৪৯ টাকায়, ৩০ দিনের মেয়াদে)। সঙ্গে বিনামূল্যে একটি জিপি প্রিপেইড সিম, মাইক্রোম্যাক্স হ্যান্ডসেট (৬ দশমিক ৫৮ শতাংশ ডিসকাউন্টসহ মাইক্রোম্যাক্স ক্যানভাস ১৭ হাজার ৯৯ টাকায় অথবা ৮ শতাংশ ডিসকাউন্টে ৯ হাজার ১৯৯ টাকায় মাইক্রোম্যাক্স বি৫ প্রো) এবং ভিটিএস লাইট ৪ হাজার ২৫০ টাকায়।

এ ছাড়া জিপিসি এজেন্টরা মাইজিপি অ্যাপের ব্যবহার এবং এর সুবিধাগুলো দেখিয়ে দেবে। এ কিটের দাম পড়বে ৭ হাজার ৭০০ থেকে ১২ হাজার টাকার মধ্যে। নিজস্ব সুবিধার ওপর ভিত্তি করে চালকরা আলাদাভাবে এ কিট থেকে নির্দিষ্ট আইটেম পছন্দ করতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১