আপডেট : ২৬ May ২০১৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পারকোন বাসষ্ট্যান্ড ও মদনপাড়া এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই ডাকাত সদস্যরা হল: টুঙ্গিপাড়া উপজেলার মাজার এলাকার নাছির শেখের ছেলে রুবেল শেখ (২৯) ও কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের রফিক মোল্যার ছেলে মহিউদ্দিন মোল্যা (২২)। অপর মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার শিমুল বাড়ি গ্রামের জাহাঙ্গীর খলিফার ছেলে জুয়েল খলিফা (১৮)। কোটালীপাড়া থানার (ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, কোটালীপাড়া উপজেলার পারকোন বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট করে ডাকাতির চেষ্ঠা করছিল। এসময় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ওই দুই ডাকাতকে গ্রেফতার করে। অপরদিকে, অভিযান চালিয়ে মদনপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী জুয়েল খলিফাকে দুই পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এব্যাপারে পৃথকভাবে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১