আপডেট : ২৬ May ২০১৯
ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) বিশাল বিজয় অর্জনের পরে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে নিয়োগ দিয়েছেন। সরকারি সূত্রে বলা হয়, এনডিএ নেতারা শনিবার মোদিকে নেতা নির্বাচিত করার পর পরই দ্বিতীয় মেয়াদের জন্য তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়। নরেন্দ্র মোদি ৩০ মে শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। গত সন্ধ্যায় রাষ্ট্রপতির দফতরের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ধারা ৭৫(১) এর অধীনে রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী নিয়োগের জন্য নরেন্দ্র মোদিকে নামের তালিকা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং রাষ্ট্রপতি ভবনে কত তারিখ কখন তাদের শপথ কবে তা জানাতে বলেছেন। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫৪২টি আসনের মধ্যে ৩০৩টি আসন পেয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১