আপডেট : ২৬ May ২০১৯
শিল্পীরা যে শুধু অভিনয় করেন, গান গেয়েই দর্শককে বিনোদিত করার চেষ্টা করেন এমনটি নয়; তাদেরও ইচ্ছে করে সমাজের অসহায় মানুষগুলোর জন্য কিছু করার। অনেকেরই হয়তো সেই সামর্থ্য থাকে, আবার অনেকেরই আগ্রহ থাকলেও সামর্থ্য থাকে না। আবার অনেকেরই দীর্ঘদিনের নিজের এই স্বপ্ন পূরণ করতে থাকেন বদ্ধপরিকর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমর দীর্ঘদিনের ইচ্ছে ছিল অসহায় এতিম প্রতিবন্ধীদের পাশে কিছুটা সময়ের জন্য হলেও সহযোগিতার হাত বাড়ানোর। গেল শুক্রবার ইফতারির সময় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের মসজিদের পাশে ৩০ জন অসহায় এতিম প্রতিবন্ধীর পাশে নিজ অর্থায়নে সহযোগিতার হাত বাড়ান। তাদের সঙ্গে সময় কাটান, সবার মধ্যে ঈদ উপহার বিতরণ করেন মম। এ সময় মমকে পেয়ে সবাই ছিল বেশ উচ্ছ্বসিত, আনন্দিত। সেদিন নির্মাতা হাবিব শাকীলের ‘মাধবীলতা’ নাটকের শুটিং করছিলেন মম। সহশিল্পী হিসেবে সঙ্গে ছিলেন শ্যামল মাওলা। মমর এমন একটি কাজের প্রতি সাধুবাদ জানিয়ে নির্মাতা হাবিব শাকীল শুটিংয়ে বিরতি নিয়ে মমকে অনেকটা সময়ের জন্য ছেড়ে দেন। তাতে মম অনেকটাই মানসিক প্রশান্তি নিয়ে এতিম, প্রতিবন্ধীদের সঙ্গে নিজের মতো করে সময় কাটাতে পারেন। ‘স্বপ্নডানা’ নামক একটি সংগঠনের সহযোগিতায় মম এতিম, প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পেরেছিলেন। জাকিয়া বারী মম বলেন, ‘সত্যি বলতে কি আমিতো অতি সাধারণ একজন শিল্পী, সাধারণ একজন মানুষ। কিন্তু আমার সব সময়ই ইচ্ছে করে সাধারণ মানুষের জন্য কিছু করতে, অসহায় এতিম প্রতিবন্ধীদের জন্য কিছু করতে। আমাদের শিল্পীদের মধ্যে আমি অনেককেই অনেক সময় তাদের পাশে দাঁড়াতে দেখেছি। দেখেছি শুধু দেশেই নয় দেশের বাইরেও বিশ্বব্যাপী অসহায় এতিম প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়িয়েছেন আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় ববিতা আপা। তার এই বিষয়টিও আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আমারও সব সময় ইচ্ছে করে তাদের পাশে দাঁড়াতে। আমার যদি অনেক অর্থ থাকত, তাহলে হয়তো সমাজের অসহায় এতিম প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতাম। তাদের আর কোনো কষ্ট থাকত না। তারপরও তাদের জন্য আমি যতটুকু করতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক ভালো লাগার, আনন্দের। আমি কৃতজ্ঞ স্বপ্নডানার কাছে, কারণ তারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিজে থেকেই।’ এদিকে আগামী ঈদে অনেক নাটক টেলিফিল্মে দেখা যাবে মমকে। এখন তিনি ঈদ নাটক-টেলিফিল্মেও কাজ নিয়েই ব্যস্ত। শ্যামল মাওলার সঙ্গে তাকে সুমন আনোয়ারের ‘অন্ধকার ঢাকা’ নাটকেও দেখা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১