বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০১৯

সাত বছর পর কারিশমা


সাত বছর পর ফের অভিনয়ে ফিরছেন বলিউডের অন্যতম সফল নায়িকা কারিশমা কাপুর। যদিও বড়পর্দার অভিনেত্রী হিসেবে এখনই তাকে তেমন দেখা যাচ্ছে না। সম্প্রতি তিনি শুটিং করেছেন একটি ডিজিটাল মুভির। ‘মেন্টালহুড’ নামের ছবিতে তিনি অভিনয় করছেন মীরা শর্মা-র চরিত্রে। যিনি তার যাবতীয় আবেগ শেয়ার করেন তার ব্লকে। ছবিতে দীর্ঘদিন দেখতে না পাওয়া প্রসঙ্গে কারিশমা বলেন, দুটি সন্তান আর সংসারকে সময় দিতে গিয়েই দিন চলে যেত। তাই এটা আমারই ইচ্ছে ছিল, আপাতত ছবি করব না। এখন ওরা একটু বড় হয়ে গেছে। তাই আবার কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আর ওরা দেখি আমার কাজ করতে দেখে বেশ খুশিই হয়। ১৯৯৭ থেকে ’৯৯, কারিশমার ‘দিল তো পাগল হ্যায়’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘বিবি নাম্বার ওয়ান’ ছিল দারুণ হিট। ২০০০-এ ‘ফিজা’, ২০০১-এ ‘জুবেদা’ করার পর, ২০০৪ সালে কাজ থেকে একেবারে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এর মাঝে ২০০৩ সালে বিয়ে করেন সঞ্জয় কাপুরকে। শামিরা ও কিয়ান দুই সন্তান হওয়ার পর, ২০১৬ সালে তার বিচ্ছেদ হয়ে যায় সঞ্জয়ের সঙ্গে। এর মাঝে যদিও ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ নামে এক থ্রিলার ছবিতে কাজ করেছিলেন কারিশমা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১