আপডেট : ২৩ May ২০১৯
গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে করুনা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (আজ) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ মৃগী রোগে আক্রান্ত ছিল বলে তার স্বজনরা জানান। মাওনা ইউনিয়নের সিংদিঘি গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী নিহত করুনা বেগম । স্থানীয়রা জানান, সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুুলিশে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ সময় স্বজনরাও সাথে ছিলেন। শ্রীপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুরে কাপর চোপড় ধুতে গিয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি আরো জানান স্বজনরা সবসময় তাঁকে চোখে চোখে রাখত। আজ সকালে সবার অজান্তেই বাড়ির পাশের পুকুরে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে। পরে পানিতে ডুবেই তারঁ মৃত্যু হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১