বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০১৯

হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হাজীগঞ্জে ধান সংগ্রহ শেষে একজন কৃষকের হাতে ক্রয়মূল্য বাবদ চেক হস্তান্তর করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ূয়া। ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের হাজীগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ূয়া।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গোডাউন কার্যালয়ে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ূয়া বলেন, প্রান্তিক কৃষকের কাছ থেকে এ বছর ২৬ টাকা কেজী দরে সর্বোচ্চ ৩টন বোরো ধান ক্রয় করা হবে। এ কার্যক্রম আগামি ৩০ জুন পর্যন্ত চলবে। যাদের কৃষি কার্ড রয়েছে, শুধু মাত্র তাদের কাছ থেকেই ধান ক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়নমন সূত্রধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মান্নান, খাদ্য পরিদর্শক ও উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম চন্দ্র বর্ধণসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১