আপডেট : ২২ May ২০১৯
কুলাউড়ায় প্রেমের ফাঁদে ফেলে ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক কামাল মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। আটক কামাল মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের সিকান্দার আলীর ছেলে। এ ঘটনায় আজ বুধবার ধর্ষিতা বাদি হয়ে কামাল মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের ফাঁদে ফেলে মঙ্গলবার বিকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া এলাকার একটি পাহাড়ে র্নিজন স্থানে ওই যুবতীকে নিয়ে যায় প্রেমিক কামাল মিয়া। এ সময় যুবতীর আপত্তি সত্ত্বেও জোরপূর্বক ধর্ষণ করে কামাল। ধর্ষণের এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতে কুলাউড়া থানার এসআই বাদল তাকে আটক করে থানায় নিয়ে আসেন। আটকের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। যুবতীর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ও কামালকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১