বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০১৯

গোপালগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা


গোপালগঞ্জে ভোক্তা সংরক্ষণ অধিদফতর আজ মঙ্গলবার তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। হাইকোর্টের নিষিদ্ধ ৫২ টি পণ্য প্রত্যাহার করার আদেশ বাস্তবায়নের কার্যক্রম হিসাবে সদর উপজেলার বৌলতলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসান এই অভিযান পরিচালনা করেন।

শামীম হাসান জানান, মেসার্স নয়ন স্টোরে ২০ প্যাকেট এসিআই লবণ পাওয়া যায়। সেটা জব্দ ও স্পটে ধ্বংস করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৪১ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স মা লক্ষী ভাণ্ডারকে অনুমোদনহীন ১৮ প্যাকেট সেমাই, মোড়কে খুচরা মূল্য না থাকায় দেড় হাজার টাকা এবং মেসার্স মুসলিম হোটেলে ওজনে কম দই দেওয়ার কারণে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১