আপডেট : ২১ May ২০১৯
প্রতি মণ (৪০ কেজি) ১ হাজার ৪০ টাকা দরে ভোলায কৃষকদের কাছ থেকে সরকারের ধান কেনা কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জেলার দৌলতখানও তজুমুদ্দিন উপজেলায় এ কর্মসূচি শুরু করেছে খাদ্য অধিদফতর। দৌলতখান উপজেলায় ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন দৌলতখান উপজেলা চেযারম্যান মনজুর আলম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু সাঈদ ও দৌলত খান ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তিরঞ্জন দাস। জেলা খাদ্য কর্মকর্তা এস.এম তাহ্সিনুল হক জানান, যাদের কৃষক কার্ড রয়েছে তাদের কাছ থেকে এ ধান কেনা হচ্ছে। জেলায় মোট ২ হাজার ৩১৮ টন ধান কেনা হবে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৩৫১ টন, দৌলতখান উপজেলায় ৮৮ টন, বোরহানউদ্দিন উপজেলায় ৩৬০ টন, তজুমদ্দিন উপজেলা ১৩০ টন, লালমোহন উপজেলায় ৩৫৬ টন ও চরফ্যাশন উপজেলায় ১ হাজার ৮৬ টন ধান কেনা হবে। শুধুমাত্র জেলার সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ৫ হাজার ৫৪০ টন চাল কেনা হবে। প্রতি কেজি ধান ২৬ টাকা করে মণ ১ হাজার ৪০ টাকা ও প্রতি কেজি চাল ৩৬ টাকা করে মণ ১ হাজার ৪৪০ টাকা দরে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় অভিযান চলবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১