আপডেট : ২১ May ২০১৯
এ বছরের শুরুর দিকে নিজস্ব স্মার্টফোন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার বিষয়ে জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিচার্ড উ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সেটি সামাল দিতেই এ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। গতকাল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে গুগল। এরপরই চীনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম তৈরির কথা। সেই অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘হংমেং’। গুগল সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দেওয়ার পর নতুন কোনো হুয়াওয়ে ফোনে আর ইএমইউআই আপডেট পাবে না হুয়াওয়ে। হুয়াওয়ে তাদের এই হংমেং অপারেটিং সিস্টেম তৈরি ও উন্নয়ন অব্যাহত রেখেছে ২০১২ সাল থেকে। ইতোমধ্যে অপারেটিং সিস্টেমটি হুয়াওয়ের কিছু ফোনে ব্যবহার করেও দেখেছে চীনা প্রতিষ্ঠানটি, জানিয়েছে হুয়াওয়ে সেন্ট্রাল। তবে যে সূত্রটি হুয়াওয়ে সেন্ট্রালকে অপারেটিং সিস্টেমটি তৈরির কথা জানিয়েছে, তারা একেবারে নিশ্চিত করেনি যে এই নামটিই হতে যাচ্ছে তাদের অপারেটিং সিস্টেমের। তবে অপারেটিং সিস্টেম যে তৈরি করেছে এটা নিশ্চিত এবং তার নাম এমনই হতে পারে। হুয়াওয়ে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি। তবে এটা ঠিক যে, হুয়াওয়ে এই অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে তৈরি করেছে। গত বুধবার যুক্তরাষ্ট্রে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছ। ফলে এখন থেকে হুয়াওয়ের ফোনে আর গুগলের জিমেইল, ম্যাপ, প্লে স্টোর, ইউটিউব, ক্রোম ব্রাউজারের মতো সেবা পাওয়া যাবে না। এ বছরের শুরুর দিকে নিজস্ব স্মার্টফোন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার বিষয়ে জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিচার্ড উ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সেটি সামাল দিতেই এ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। গতকাল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে গুগল। এরপরই চীনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম তৈরির কথা। সেই অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘হংমেং’। গুগল সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দেওয়ার পর নতুন কোনো হুয়াওয়ে ফোনে আর ইএমইউআই আপডেট পাবে না হুয়াওয়ে। হুয়াওয়ে তাদের এই হংমেং অপারেটিং সিস্টেম তৈরি ও উন্নয়ন অব্যাহত রেখেছে ২০১২ সাল থেকে। ইতোমধ্যে অপারেটিং সিস্টেমটি হুয়াওয়ের কিছু ফোনে ব্যবহার করেও দেখেছে চীনা প্রতিষ্ঠানটি, জানিয়েছে হুয়াওয়ে সেন্ট্রাল। তবে যে সূত্রটি হুয়াওয়ে সেন্ট্রালকে অপারেটিং সিস্টেমটি তৈরির কথা জানিয়েছে, তারা একেবারে নিশ্চিত করেনি যে এই নামটিই হতে যাচ্ছে তাদের অপারেটিং সিস্টেমের। তবে অপারেটিং সিস্টেম যে তৈরি করেছে এটা নিশ্চিত এবং তার নাম এমনই হতে পারে। হুয়াওয়ে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি। তবে এটা ঠিক যে, হুয়াওয়ে এই অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে তৈরি করেছে। গত বুধবার যুক্তরাষ্ট্রে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছ। ফলে এখন থেকে হুয়াওয়ের ফোনে আর গুগলের জিমেইল, ম্যাপ, প্লে স্টোর, ইউটিউব, ক্রোম ব্রাউজারের মতো সেবা পাওয়া যাবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১