আপডেট : ২১ May ২০১৯
ঝিনাইদহের শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ ডাকাতিয়া রাস্তার পাশ থেকে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। পরে নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক জানান, আজ মঙ্গলবার ভোরে গুড়দাহ ডাকাতিয়া রাস্তার সন্তুর বাশঁ বাগানে শ্যামকুড় গ্রামের হায়দার আলী মোংলার পুত্র শফিকুল ইসলাম (৩০)এর লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। মহেশপুর থানার পুলিশ সকাল সাড়ে ৬টার সময় লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। নিহত শফিকুল একজন গরু ব্যবসায়ী। এলাকাবাসীর ধারণা, গরু ব্যবসা কেন্দ্রীক বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, লোকমুখে খবর পেয়ে সকাল সাড়ে ৬টার সময় গুড়দাহ ডাকাতিয়া রাস্তার পাশ থেকে শ্যামকুড় গ্রামের গরু ব্যবসায়ী শফিকুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১