বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০১৯

লালপুরে ট্রেনের ইঞ্জিনের তেলসহ চার চোরাকারবারী আটক


নাটোরের লালপুরে ট্রেনের ইঞ্জিনের চোরাই তেলসহ চোরাকারবারী দলের ৪ সদস্যকে হাতে নাতে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো উপজেলার গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম রাজিব (৩২), শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী (৪৮), মৃত পলানের ছেলে মাখন (৩০) এবং পোকন্দা গ্রামের মৃত আকবর আলীর ছেলে লালন (৩২)। এ সময় বিপুল পরিমানে চোরাই তেল উদ্ধার করে র‌্যাব। গতক‍াল রোববার ভোর (২০ মে) সাড়ে তিনটার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) রাজিবুল আহসান এর নেতৃতে একটি অপারেশন দল রোববার ভোরে আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের উঞ্জিনের ১০ ড্রাম ও চার জারিকেন ভর্তি ২১০০ (দুই হাজার একশত) লিটার চোরাই ডিজেল, তেল বিক্রির নগদ ৬৫ হাজার আট শত টাকা, চোরাই তেল ব্যবসায় ব্যবহৃত দুটি ভটভটি (নছিমন)সহ তাদের হাতে নাতে আটক করা হয়।

উল্লেখ্য উপজেলার আব্দুলপুর ও আজিম নগর রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ের ট্রেনের ইঞ্জিনের চোরাই তেলের জমজমাট ব্যবসা চলে আসছে। ইতিপূর্বে কয়েকবার অভিযান চালিয়ে তেলসহ চোরা কারবারীদের আটক করলেও কয়েকদিন পরেই জামিনে বের হয়ে এসে আবার ব্যবসা শুরু করে। এমনকি চোরাকারবারীরা জেলে থাকা কালিন সময়েও তাদের প্রতিনিধিরা ব্যবসা চালিয়ে যায়। তবে ইঞ্জিনের তেল বিক্রির প্রধান হোতা ইঞ্জিনের চালক ও ওই ট্রেনের পরিচালকরা বার বারই ধরা ছোয়ার বাইরেই রয়ে যায়। তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে তেল চোরকারবারী কিছুটা কমবে বলে মনে করেন সচেতন মহল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১