বাংলাদেশের খবর

আপডেট : ১৯ May ২০১৯

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ কর্মী তৈরি করবে মাইক্রোসফট


প্রয়োজনীয় লোকবলের চাহিদা মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট। ২০২২ সালের মধ্যে প্রায় ১৫ হাজার কর্মীকে প্রশিক্ষণ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ করার জন্য লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

এজন্য মাইক্রোসফট শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান জেনারেল অ্যাসেমব্লির সঙ্গে কাজ করবে বলে জানায়। এই প্রশিক্ষণের মাধ্যমে মাইক্রোসফট ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড এবং ডাটা প্রকৌশল বিষয়ে দক্ষ করে তুলবে। আর এসব কিছুর মাধ্যমেই এইআই কাজ করবে বলে জানায়।

শুক্রবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানায়, ২০২২ সালের মধ্যে অন্তত ১২২ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর একটা উল্লেখযোগ্য অংশ হবে এআই ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতাসম্পন্নদের।

চলতি বছর থেকেই প্রতিষ্ঠানটি এই প্রশিক্ষণের কাজ শুরু করেছে। যেখানে এ বছর অন্তত দুই হাজার জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেবে মাইক্রোসফট। আর আগামী তিন বছরে আরো ১৩ হাজার জনকে প্রশিক্ষণ দেবে মার্কিন প্রতিষ্ঠানটি।

একটি নির্দিষ্ট মান রক্ষা করে এই প্রশিক্ষণ কার্যক্রম চালাবে মাইক্রোসফট। সে জন্য তারা একটি মানদণ্ড নির্ধারণ করে জিএ স্ট্যান্ডার্ড বোর্ড গঠন করেছে।

আগামী ছয় মাসের মধ্যে এই বোর্ড প্রশিক্ষণের সবকিছু চূড়ান্ত করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১