আপডেট : ১৯ May ২০১৯
সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের পুরনো রসায়ন জেগে উঠেছে। শুক্রবার ‘ভারত’ ছবির গান প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে বলিউডের ভাইজান আবার তা প্রমাণ করলেন। মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে মুক্তি পেল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবির গান ‘জিন্দা’। এই অনুষ্ঠানে সালমান খান বুঝিয়ে দেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে আজো তার বন্ডিং অটুট। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সালমানকে ‘ভাইজান’ সম্বোধন করে ক্যাটরিনাকে একটা প্রশ্ন করেন। তখন সালমান মজা করে বলেন, ‘ওর (ক্যাটরিনা কাইফ) জন্য আমি ভাইজান না।’ এরপর হেসে লুটিয়ে পড়েন বলিউডের এই সুপারস্টার। আবারো মজা করে বলেন, ‘কে জানে, ও আমাকে ভাইজান বলেও ডাকতে পারে।’ আরেকজন সাংবাদিক ক্যাটরিনার কাছে জানতে চান, ‘তাহলে আপনি সালমানকে কী বলে সম্বোধন করবেন?’ পাশ থেকে সালমান খান বলেন, ‘মেরি জান!’ ‘ভারত’ ছবিতে সালমান খানকে নানা রূপে দেখা যাবে। ক্যাটরিনা কাইফের চরিত্রটি এই ছবিতে কতখানি গুরুত্বপূর্ণ, সে প্রসঙ্গে এই বলিউড সুন্দরী বলেন, ‘আমি আমার সেরা চরিত্রটা পেয়েছি। ছবিজুড়ে ভারতের সফরের সঙ্গে আমি আছি।’ সালমান খান এই সময় ক্যাটরিনার উদ্দেশে বলেন, ‘এটা নিশ্চিত, জাতীয় পুরস্কার যদি কেউ পায়, সেটা পাবে ও।’ সালমান খানের মতো তারকাকে নিয়ে কাজ করা কতটা চাপের? ‘ভারত’ ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার বলেন, ‘সালমানকে নিয়ে কাজ করা একদমই চাপের না। বরং ছবির লগ্নি আগেই উঠে আসে।’ ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে চলেছে সালমান খানের ‘ভারত’ ছবিটি। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়া আছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, টাবুসহ অনেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১