বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০১৯

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ

হিলি শুল্ক স্টেশন ফাইল ছবি


বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ শনিবার। এ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আগামীকাল রোববার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।

এদিকে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ সরদার জানান, দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে উদযাপন করছে। আজ সরকারি ছুটি। তাই দুই দেশের ব্যবসায়ীরা আজ বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানিসহ লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১