বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০১৯

তালায় স্বামীকে পিটিয়ে হত্যা করলো স্ত্রী


সাতক্ষীরার তালায় স্বামীকে পিটিয়ে হত্যা করলো স্ত্রী ফিরোজা বেগম(৫০)। ঘটনাটি গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে ঘটেছে। নিহত ব্যক্তি হলেন, হাজরাপাড়া গ্রামের মৃত শরমাতুল্যা মোড়লের ছেলে নাজির মোড়ল (৬০)। তবে ফিরোজা বেগম মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সুত্রে জানাযায়, আজ শনিবার সকালে ফিরোজা বেগম ঘরের বারান্দায় বসে গান গাচ্ছিলেন। প্রতিবেশিরা তার বাড়ির মধ্যে এগিয়ে গেলে ঘরে ঢুকতে নিষেধ করে ফিরোজা। এসময় প্রতিবেশিরা জোর করে ঘরে প্রবেশ করে নাজির মোড়ল কে মাটিতে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ফিরোজাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১