বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০১৯

নওগাঁয় ৩৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল কাদের (৩৫) কে আটক করেছে র‌্যাব-৫। সে উপজেলার রুপনারায়নপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানীর অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল সেট, ও সীম কার্ডসহ মাদক ব্যবসায়ী আব্দুল কাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১