আপডেট : ১৭ May ২০১৯
প্রথম অ্যাপল কম্পিউটার নিলামে বিক্রি করতে যাচ্ছে ক্রিস্টিস নামের একটি গ্লোবাল অকশন হাউজ। অ্যাপল-১ কম্পিউটারটির মাধ্যমে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের যুগ শুরু হয়। ১৯৭৬ সালে এটি তৈরি করা হয়। সেসময় উৎপাদিত ২০০টি অ্যাপল-১ কম্পিউটারের মধ্যে বর্তমানে অক্ষত আছে অর্ধেকেরও কম। এর মধ্যে একটি কম্পিউটার বৃহস্পতিবার নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, অনলাইন নিলামে তোলা হলে কম্পিউটারটি সর্বনিম্ন ৪ লাখ থেকে সর্বোচ্চ সাড়ে ৬ লাখ ডলারে বিক্রি হবে। কম্পিউটারটি তৈরি করেছিলেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক। এটি তৈরি করা হয়েছিল স্টিভ জবসের গ্যারেজে। সব যন্ত্রাংশ একত্র করে মাদারবোর্ড বিক্রি শুরু করেছিলেন তারা। অ্যাপল-১ আসার আগেও বাজারে কম্পিউটার বিক্রি হতো। তবে সেগুলোতে কেসিং, পাওয়ার সাপ্লাই, কিবোর্ড বা মনিটর থাকতো না। অ্যাপল-১ কম্পিউটারগুলোর দাম প্রথমে নির্ধারণ করা হয়েছিল ৬৬৬ ডলার। ১৯৭৭ সালে অবশ্য দাম কমিয়ে আনেন তারা। সে বছরই অ্যাপল-২ কম্পিউটার বাজারে আসলে অক্টোবরে অ্যাপল-১ এর উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। স্টিভ ও ওজনিয়াক বিক্রি হওয়া কম্পিউটারগুলো ফেরত পেতে অ্যাপল-১ মালিকদেরকে ডিসকাউন্ট ও অদল বদলের অফার দেন। বেশিরভাগ অ্যাপল-১ কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পর এখন অর্ধেকেরও কম কম্পিউটার অক্ষত রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১