আপডেট : ১৭ May ২০১৯
জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছে উপকূলীয় জেলা পিরোজপুরের প্রাকৃতিক পরিবেশ। সাগরে অতিরিক্ত লবণাক্ততা বৃদ্ধির সাথে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই লন্ডভন্ড করে দিচ্ছে সন্ধ্যা, বলেশ্বর ও কঁচা নদীর তীরঘেঁষা মনোমুগ্ধকর সবুজ বনায়ন। ১৯৭০ সালের ভয়াবহ বন্যা, ২০০৭ সালের প্রলয়ঙ্করী সিডর ও আইলার তাণ্ডব রক্ষায় প্রাকৃতিক দেয়াল-খ্যাত সবুজ বনাঞ্চল স্থানীয়দের জীবন বাঁচালেও জলবায়ু পরিবর্তনে এখন তা সাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে হুমকির মুখে সাত উপজেলার বাসিন্দারা। সাগরের ঢেউয়ের তোড়ে প্রতি জোয়ারে বেড়িবাঁধ, বালু বা মাটির স্তর প্রতিদিনই ৫-১০ ইঞ্চি পর্যন্ত নেমে যাচ্ছে। এতে ভেঙে পড়ছে গাছের কাণ্ড ও শিকড়। ফলে খাদ্য সংগ্রহ করতে না পাড়ায় মরে যাচ্ছে গাছপালা। এলাকাবাসী জানায়, সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় স্থলভাগে গাছের গোঁড়ায় জোয়ারের পানির চাপে মাটি ও বালি ধুয়ে যাচ্ছে। এতে মরে যাচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো অসংখ্য প্রজাতির গেওয়া, কেওড়া, ছইলা গাছ। আর হারিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকাজুড়ে সবুজ বনাঞ্চল। নদীর পাড় ও চরাঞ্চলের এ অবস্থা অচিরেই রোধ করা না গেলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যহীনতার সৃষ্টি হবে। ফলে এ অঞ্চলে বসবাসে চরম বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। জলবায়ুর পরিবর্তনের কারণে বনাঞ্চল পড়েছে হুমকির মুখে। তাই বলেশ্বর, কঁচা ও সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় লবণ-সহিষ্ণু গাছের চারা রোপণ ও ভেঙে যাওয়া বাঁধগুলো সংস্কারের দাবি জানান স্থানীয়রা। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবুজ বনায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আর ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে সবুজ বনায়নের আওতায় আনা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১