বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০১৯

ফেসবুক লাইভে কড়াকড়ি


ফেসবুক লাইভে সহিংস কনটেন্ট রোধ করার জন্য আসছে ওয়ান ‘স্ট্রাইক পলিসি’। এর আওতায় নিয়ম ভাঙলেই নিষেধাজ্ঞা আসবে লাইভ করার ওপর।

বুধবার এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, সহিংস কনটেন্ট প্রচার করলে ব্যবহারকারী পরবর্তী ৩০ দিনের জন্য ফেসবুক লাইভ করার সুযোগ হারাবেন।

অনলাইন এক্সট্রিমিজমের বিরুদ্ধে প্যারিসে একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অংশ নিচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এই সম্মেলনকে কেন্দ্র করেই ‘ওয়ান স্ট্রাইক’ পলিসির ঘোষণা দিল ফেসবুক।

ফেসবুকের এই সিদ্ধান্তকে ভালো পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন।

নতুন নিয়ম জারি করা ছাড়াও, সহিংস কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে গবেষণার জন্য ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার ফান্ড দেবে বলে জানিয়েছে ফেসবুক।
নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে বন্দুকধারীর গুলিতে ৫৯ জন নিহত হওয়ার ঘটনার পরই ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ইনস্টাগ্রাম ব্লগে জানিয়েছিলেন লাইভ স্ট্রিমিং নীতিমালায় পরিবর্তন আসছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১