বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০১৯

শাওমি স্মার্টফোনে ঈদ অফার


ঈদ সামনে রেখে স্মার্টফোনে বিশেষ অফারের ঘোষণা দিয়েছে শাওমি। এই ঈদে রেডমি গো, রেডমি ৬এ, মি এ২সহ নির্দিষ্ট স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় উপহার ও মূল্যছাড়।

মি ভক্তরা মি এ২ (৪, ৬৪ জিবি) কিনে তিন হাজার টাকা মূল্যছাড় উপভোগ করতে পারবেন এবং এ ছাড়ের পর এই মডেলটির বর্তমান মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা। রেডমি ৬এ (২, ১৬ জিবি) গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকা মূল্যছাড়ে ৮ হাজার ৯৯৯ টাকায়। রেডমি গো কিনলে গ্রাহকরা একটি টি-শার্ট ফ্রি পাবেন। এছাড়া বাংলালিংক সাবস্ক্রাইবাররা যে কোনো শাওমি স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন প্রতি মাসে ১ জিবি করে ১২ মাসে মোট ১২ জিবি ফ্রি মোবাইল ডাটা।

গতকাল থেকে চালু হওয়া অফারটি দেশজুড়ে শাওমির সকল অনুমোদিত বিক্রয়কেন্দ্র, পার্টনার স্টোরে এবং সব রিটেইল স্টোরে পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১