আপডেট : ১৬ May ২০১৯
ঈদ সামনে রেখে স্মার্টফোনে বিশেষ অফারের ঘোষণা দিয়েছে শাওমি। এই ঈদে রেডমি গো, রেডমি ৬এ, মি এ২সহ নির্দিষ্ট স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় উপহার ও মূল্যছাড়। মি ভক্তরা মি এ২ (৪, ৬৪ জিবি) কিনে তিন হাজার টাকা মূল্যছাড় উপভোগ করতে পারবেন এবং এ ছাড়ের পর এই মডেলটির বর্তমান মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা। রেডমি ৬এ (২, ১৬ জিবি) গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকা মূল্যছাড়ে ৮ হাজার ৯৯৯ টাকায়। রেডমি গো কিনলে গ্রাহকরা একটি টি-শার্ট ফ্রি পাবেন। এছাড়া বাংলালিংক সাবস্ক্রাইবাররা যে কোনো শাওমি স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন প্রতি মাসে ১ জিবি করে ১২ মাসে মোট ১২ জিবি ফ্রি মোবাইল ডাটা। গতকাল থেকে চালু হওয়া অফারটি দেশজুড়ে শাওমির সকল অনুমোদিত বিক্রয়কেন্দ্র, পার্টনার স্টোরে এবং সব রিটেইল স্টোরে পাওয়া যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১