আপডেট : ১৬ May ২০১৯
আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চীনা ড্রামা সিরিয়াল ‘পালক আকাশে উড়ে’। জেড জে টিভিতে প্রচার হওয়া এই সিরিয়ালটি ২০০৭ সালে সাংহাই চলচ্চিত্র উৎসবে সেরা ড্রামা সিরিয়ালের পুরস্কার অর্জন করে। জনপ্রিয় এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার করা হচ্ছে এটিএন বাংলায়। নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন সফল ব্যবসায়ীকে ঘিরে। চরম দরিদ্রতার মধ্যে বেড়ে ওঠা এই ছেলেটিই একসময় সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়।
গল্পে দেখা যায়— চ্যান চিয়াং হো একটি অনাথ ছেলে। দুর্গম রাস্তার পাশে তাকে কুড়িয়ে পায় চ্যান জিম্বুয়ে। ওর নাম রাখে জিমাও। জিমাওকে আদর করে বড় করে তোলে জিম্বুয়ে। জিমাও বড় হতে হতে শেখে পালকের বদলে চিনি বিক্রির ব্যবসা। কাহিনীটি আশির দশকের ইয়ু শহরের পটভূমিতে শুরু। সেখান থেকে গল্পটি ছড়িয়ে যায় অন্যান্য বড় শহরে। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে জিমাও বা চ্যান চিয়াং হো নিজের ব্যবসায়িক দক্ষতায় পূর্ণতা অর্জন করতে থাকে। এই যাত্রাপথে তার সঙ্গে দেখা হয় লু ইউ ঝু’র সঙ্গে। মেয়েটির জীবন কাহিনীও তারই মতো। কিন্তু জীবনের যাত্রাপথে চ্যান চিয়াং হোর জীবনে আরেকজন ধনী নারীর উপস্থিতি ঘটে, যার নাম ইয়েং সিউ। এরপর বিভিন্ন নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই ড্রামা সিরিয়ালটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চেন চিয়াং হো এবং লো ইউজু।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১