বাংলাদেশের খবর

আপডেট : ১৫ May ২০১৯

চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার কিছু সময় পরেই দখল!

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালায় সওজ কর্তৃপক্ষ প্রতিনিধির পাঠানো ছবি


কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার কিছুক্ষণের মধ্যেই আবারও দখল করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও পথচারীরা।

জানা গেছে, বুধবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারে সড়ক ও জনপদ বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়ের নেতৃত্বে একটি টিম চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের দুই-পাশে ফুটপাত অবৈধ দখলমুক্ত করে। অভিযান শেষে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চলে গেলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ফল দোকান, কাপড় দোকান, পান-সিগারেটের দোকান বসিয়ে আবারও ফুটপাত দখল করে নেয়।

এর আগেও বেশ কয়েকবার এ রকম ঘটনা ঘটেছে। কবে চৌদ্দগ্রাম বাজারের ফুটপাত নিশ্চিতভাবে অবৈধ দখলমুক্ত হবে?- এমনই প্রশ্ন করেছেন পথচারীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১