বাংলাদেশের খবর

আপডেট : ১৫ May ২০১৯

‘আমি ধন্য’

বলিউড অভিনেত্রী সানি লিওন ফাইল ছবি


নিজের ৩৮তম জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। গত ১৩ মে ছিল তার বিশেষ দিনটি। আর স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তাদের তিন সন্তান নিশা, আশের ও নোয়াকে সঙ্গ দিয়ে বিশেষ দিনটি উদ্যাপন করলেন সানি। জন্মদিনে স্বামীর কাছ থেকে পেয়েছেন বিশেষ বার্তা, যিনি সানিকে চিরকালের ‘আবেদনময়ী’ আখ্যা দিয়েছেন।

বলিউডের আরেক বিশেষ মানুষের শুভেচ্ছাসিক্ত হয়েছেন সানি লিওন। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে সানিকে হূদয়ছোঁয়া বার্তা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এ সুপারস্টার। আমির লিখেছেন, ‘প্রিয় সানি লিওন, জন্মদিনের শুভেচ্ছা রইল। আশা করি, দারুণ দিন কাটছে। আসছে দিনগুলোও দারুণ কাটুক, এ কামনা করি। বিশেষ দিনটি সবিশেষ হয়ে উঠুক। ভালোবাসা, আ।’

প্রত্যুত্তরে সানি লিওন জানিয়েছেন, আমির খানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়া বড় ব্যাপার। তিনি যে আমার জন্ম তারিখটা মনে রেখেছেন, তাতেই আমি ধন্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১