আপডেট : ১৫ May ২০১৯
ঈদ সামনে রেখে ‘আ গ্র্যান্ড ইনভাইট’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ক্যাম্পেইনের আওতায় পুরো রমজান মাসজুড়ে দেশব্যাপী বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা গ্যালাক্সি এস১০ সিরিজের ডিভাইস কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা ক্যাশব্যাক কিংবা ফ্রি গ্যালাক্সি বাডজ পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া গ্যালাক্সি নোট নাইন ও গ্যালাক্সি এস নাইন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ পাওয়া যাবে। বিকাশ গ্রাহকরা স্যামসাংয়ের যেকোনো ডিভাইস ক্রয়ে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি আগ্রহী ক্রেতারা গ্যালাক্সি এ৩০ ২২ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৯৯০ টাকায় এবং গ্যালাক্সি এ৫০ ২৬ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৪ হাজার ৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন। এক্সচেঞ্জ অফারে গ্যালাক্সি এ৫০ ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ৩ হাজার টাকা বাড়তি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১