বাংলাদেশের খবর

আপডেট : ১৪ May ২০১৯

কুমিল্লায় ঈগল গ্রুপের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত


কুমিল্লা নগরীর মোগলটুলীতে আদিল (১৭) নামে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (১৩ মে) রাত ১১টায় শহরের মোগলটুলী কর্ণফুলী পেপার হাউজের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। আদিল নগরীর ঝাউতোলা এলাকার বাসিন্দা। সেই এই বছর কুমিল্লা মডার্ণ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাস করেছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোর অপরাধী গ্যাং ঈগল নামে একটি গ্রুপের কিছু ছেলে আদিলকে ছুরিকাঘাত করে। আদিলের সাথে ওই গ্রুপের দুইটি ছেলের সাথে মোটরসাইকেল সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত সালাহ উদ্দিন জানান, রাত সাড়ে ১১ টার দিকে মোগলটুলী কর্ণফুলী পেপার হাউজের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যার ঘটনার কারণ এখনো জানা সম্ভব হয়নি, ঘটনার কারণ অনুসন্ধানসহ জড়িত সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১