বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০১৯

বাবা হচ্ছেন সালমান

সালমান খান ফাইল ছবি


বলিউডের সবচেয়ে দামি ব্যাচেলর সালমান খান। কবে বিয়ে করবেন তিনি, বহু বছর ধরেই এমন প্রশ্নের মুখোমুখি হয়ে চলেছেন এই মহাতারকা। এবং এবার, মনে হচ্ছে এই সুপারস্টার তার পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানিয়েছে, বিয়ে না করলেও বাবা হওয়ার পরিকল্পনা করছেন সালমান খান।

ওই প্রতিবেদন অনুযায়ী, সালমান খান এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। এই অভিনেতা এর পরিবর্তে সারোগেসি বেছে নিচ্ছেন। শাহরুখ খান, আমির খান, করণ জোহর, একতা কাপুরের মতো অনেক বলিউড তারকাই সাম্প্র্রতিককালে সারোগেসির পথ বেছে নিয়েছেন। এবং এবার একই পথ অনুসরণ করতে চলেছেন সালমান খান, যেহেতু তার বিয়ে করার পরিকল্পনা নেই। এই অভিনেতা সব সময়ই তার ভাতিজা ও ভগ্নিপুত্রদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন ভাগাভাগি করেন এবং অবশেষে, খান পরিবারে সারোগেসির মাধ্যমে নিজের সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত তিনি।

বি-টাউনের অনুরাগী মাত্রই জানেন, বাচ্চাদের খুব পছন্দ করেন সালমান খান। একবার ‘দাবাং’ অভিনেতা স্পষ্ট করেই জানিয়েছিলেন, যদি তিনি কখনো বিয়ের সিদ্ধান্ত নেন, তবে তা শুধুই সন্তানের জন্য।

২০১৭ সালে ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে জিজ্ঞাসার জবাবে সালমান বলেছিলেন, ‘না, আমি মনে করি না যে সময় চলে যাচ্ছে। তবে আমি নিশ্চিত যখন আমার বয়স ৭০ হবে, আমার সন্তানের বয়স তখন ২০ হবে। একমাত্র কারণ হলো, আমি সন্তান নিতে চাই এখন অথবা নিকট ভবিষ্যতে বা দুই-তিন বছর পরে।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১