আপডেট : ১৩ May ২০১৯
আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নতুন গান প্রকাশ করলেন বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘যা পাখি’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পাপড়ি। সম্প্রতি বেশ বড় বাজেটে গানটির ভিডিও নির্মিত হয়েছে। সেই ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল। ‘যা পাখি’ গানটির কথা ও সুর করেছেন মাহমুদ জুয়েল। এর সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ। ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। প্রযোজনা প্রতিষ্ঠান এস এস মাল্টিমিডিয়া হাউজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। মুক্তির পরপর গানটি দারুণ সাড়া ফেলেছে। এ গান নিয়ে আসিফ আকবর বলেন, ঈদ উপলক্ষে আমার বেশ কিছু গান প্রকাশ পাবে। এর মধ্যে ‘যা পাখি’ একটা যা ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কথা, সুর ও সঙ্গীত সব মিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১