বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০১৯

সখীপুরে ৪ হাজার ইয়াবাসহ আটক ২


সখীপুরে ৪ হাজার ২৫ পিস ইয়াবাসহ শারমিন সুলতানা সোমা (২২) ও সোহেল মিয়া (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সিলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

শারমিন বহেড়াতৈল ইউনিয়নের হামচালা গ্রামের সবুজ আল মামুনের স্ত্রী এবং সোহেল বড় মৌষা গ্রামের মোংলা মিয়ার ছেলে। শনিবার সখীপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গ্রেফতারকৃতরা ট্রাভেল এজেন্সি ব্যবসার আড়ালে সু-কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে টাঙ্গাইলের সখীপুর ও আশপাশের উপজেলায় সরবরাহ করে। শারমিনের স্বামী সবুজ আল মামুন পলাতক রয়েছে। এদের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১